কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : অনেক সময় কাজের চাপের কারণে বা রাস্তায় থাকার কারণে ছালাতগুলো প্রথম ওয়াক্তে আদায় করতে পারি না বা যোহরের ছালাত আছরের সাথে আদায় করতে হয়। এক্ষেত্রে আমার করণীয় কী?

উত্তর: নির্ধারিত সময়েই ছালাত আদায় করতে হবে। এটিই আল্লাহর আদেশ। আল্লাহ বলেন, নির্ধারিত সময়ে ছালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য (আন নিসা, ৪/১০৩)। বরং তা প্রথম ওয়াক্তেই আদায় করা উত্তম। ‘আবদুল্লাহ ইবনু মাস’ঊদ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করলাম, সর্বোত্তম আমাল কোনটি? তিনি বললেন, সময়মত সালাত আদায় করা। আমি জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন, পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করা। আমি জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা ( ছহীহ বুখারী, হা/৫২৭, ছহীহ মুসলিম, হা/১৫৩)। তবে যদি রাস্তা পথে কিংবা জরুরী কোন কাজের চাপ থাকার কারণে আওয়াল ওয়াক্তে পড়া সম্ভব না হয়, তাহলে অন্য ছালাতের ওয়াক্ত হওয়ার আগেই ছালাত আদায় করে নেওয়া জরুরী। কোনভাবেই ছালাতকে তার ওয়াক্তের বাইরে নিয়ে যাওয়া যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুনাফিকের ছালাত, যে বসে বসে সূর্যের অপেক্ষা করে; এমনকি সূর্যটি শয়তানের দুই শিং এর মাঝামাঝি আসলে সে দাঁড়িয়ে চারটি ঠোকর মারে, এতে আল্লাহকে সে কমই স্মরণ করে (ছহীহ মুসলিম, হা/৬২২)।

প্রশ্নকারী : সাকিব

ধুনট, বগুড়া।


Magazine