কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): জনৈক বক্তা বলেছেন, ‘ছালাতে রাফউল ইয়াদাইন করলে প্রতি রাফউল ইয়াদাইনে দশ নেকী পাওয়া যায়’- হাদীছটি কি ছহীহ?

উত্তর: জি, উক্ত কথাটি সঠিক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষের ছালাতে তার হাতের ইশারা দ্বারা ১০ করে নেকী লেখা হয়। তার প্রত্যেক আঙুলে একটি করে নেকী লেখা হয়’ (সিলসিলা ছহীহা, হা/৩২৮৬; দায়লামী, ৪/৩৪৪; কানযুল উম্মাল, হা/১৯৮৮০)।

প্রশ্নকারী : রহমত আলী

আসাম, ভারত।


Magazine