কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): মুনাজাত শেষে মুখমণ্ডল মাসাহ করার পক্ষে কোনো দলীল আছে কি?

উত্তর: দু‘আ বা মুনাজাত শেষে মুখমণ্ডল মাসাহ করার পক্ষে কোনো ছহীহ দলীল নেই। উক্ত মর্মে বর্ণিত সব হাদীছই যঈফ (আবূ দাঊদ, হা/১৪৮৫)। তাই দু‘আ শেষে এমনিতেই হাত ছেড়ে দিতে হবে।

প্রশ্নকারী :আব্দুল আওয়াল

কুষ্টিয়া।


Magazine