কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): ছালাতরত অবস্থায় সাপ-বিচ্ছু কীভাবে মারতে হয়? বেশি নড়াচড়া করলে কি ছালাত বাতিল হয়ে যায়?

উত্তর: কম নড়াচড়ার মাধ্যমে মারতে সক্ষম হলে ছালাতরত অবস্থায় মারবে এবং ছালাত হয়ে যাবে আর বেশি নড়াচড়ার প্রয়োজন হলে ছালাত ছেড়ে দিয়ে মারতে হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কালো রঙের দুই প্রাণীকে তোমরা ছালাতরত অবস্থায় হত্যা করো, তা হলো সাপ ও বিচ্ছু’ (আবূ দাঊদ, হা/৯২১)। 

প্রশ্নকারী : শহিদুল ইসলাম 

কালিহাতী, টাঙ্গাইল।


Magazine