কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : কোনো ইমাম যদি ৪ রাকআত ছালাতের কোনো এক রাকআতে একটি সিজদা দিতে ভুলে ছেড়ে দেন।মুছল্লী লোকমা দিলেও বুঝেন নাযে ভুল কোথায়।সাহু সিজদা না দিয়ে সালাম ফিরিয়ে ছালাত শেষ করেন।এখন এই ছালাত ঠিক করার জন্যকরণীয় কী?

উত্তর : এক্ষেত্রে সকল করণীয় হবে সালাম ফিরানোর পরে আবার এক রাকআত ছালাত আদায় করে সাহু সিজদা দেওয়া। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যোহর বা আছরের ছালাতে দুই রাকআত আদায় করে সালাম ফিরিয়ে দিয়েছিলেন। তারপর তাকে জানানো হলে তিনি আরো দুই রাকআত আদায় করে সালাম ফিরানোর পরে সাহু সিজদা দিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/১২২৯; ছহীহ মুসলিম, হা/৫৭৩)।

প্রশ্নকারী: মো. রবিউল আওয়াল

খোলসী, চাঁপাই নবাবগঞ্জ।



Magazine