কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩): মুসলিমদের প্রথম কিবলা কোনটি?

উত্তর: মুসলিমদের প্রথম কিবলা হলো আল-মসজিদুল আক্বছা, যা ফিলিস্তীনে অবস্থিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের মধ্য হতে নির্বোধরা অচিরেই বলবে যে, এ যাবত তারা যে কিবলা অনুসরণ করে আসছিল তা থেকে কীসে তাদেরকে ফিরালো? বলুন! পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথের হেদায়াত করেন’ (আল-বাকারা, ১৪২)। এ যাবৎ মুসলিমরা যে কিবলা অনুসরণ করে আসছিল তা হলো আল-মসজিদুল আক্বছা, যা বারা বিন আযিব রাযিয়াল্লাহু আনহু-এর নিম্নোক্ত হাদীছ থেকে স্পষ্ট, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আসলেন, তখন ষোল অথবা সতের মাস বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে ছালাত পড়লেন। আর তিনি কা‘বার দিকে মুখ করতে খুবই ভালোবাসতেন। অতঃপর আল্লাহ অবতীর্ণ করলেন, ‘নিশ্চয়ই আমি তোমার আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখাকে লক্ষ্য করেছি, যে কিবলা তুমি পছন্দ কর’ (আল-বাকারা, ২/১৪৪)। তখন তাঁকে কা‘বার দিকে ফিরিয়ে দেওয়া হয় (ছহীহ বুখারী, হা/৭২৫২)।
প্রশ্নকার : নাজমুল হোসাইন
চাটমোহর, পাবনা।


Magazine