কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০): আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, ‘ঈমানদার ব্যতীত কাউকেও সাথী হিসেবে গ্রহণ করো না আর পরহেযগার ব্যতীত অন্য কেউ যেন তোমার খাদ্য না খায়’ (আবূ দাঊদ, হা/৪৮৩২; তিরমিযী, হা/২৩৯৫; মিশকাত, হা/৫০১৮)। এই হাদীছে বলা হয়েছে পরহেযগার ব্যতীত আমার খাবার যেন কেউ না খায়। এখন আমার প্রশ্ন হলো, কোনো অমুসলিমকে অথবা কোনো বেনামাযীকে কি খাবার দেওয়া যাবে না?

উত্তর: অত্র হাদীছ দ্বারা উদ্দেশ্য হলো, দাওয়াতের খাবার; অভাব বা প্রয়োজনের খাবার নয় (শারহুল মাছাবীহ লি ইবনিল মালিক, হা/৩৯০২)। এখানে মূলত পরহেযগার ব্যক্তির সাথে বন্ধুত্ব তৈরির জন্য উৎসাহিত করা হয়েছে। তাই ফকির-মিসকীন যদি খাবার চায়, তারা মুত্তাক্বী না হলেও তাদের খাবার দেওয়া যাবে। সায়েলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ‘আর ভিক্ষুককে ধমক দিয়ো না’ (আদ-দোহা, ৯৩/১০)। তিনি আরো বলেন, ‘তাদের চাহিদা থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য মিসকীন, ইয়াতীম ও বন্দিকে খাবার খাওয়ায়’ (আল-ইনসান, ৭৬/৮)। এটা জানা কথা যে, তাদের বন্দিগণ কাফের ছিল।

প্রশ্নকারী : মো. হামিদুল ইসলাম রূপম

হাতিবান্ধা, লালমনিরহাট।

Magazine