কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করি। আমাকে কিছু গিফট দেওয়া হয় ডাক্তারকে দেওয়ার জন্য, যাতে করে ডাক্তার আমার কোম্পানির ওষুধগুলো প্রেসক্রিপশন করে। আমি যদি ডাক্তারকে সবগুলো গিফট না দিয়ে ডাক্তারকে ম্যানেজ করে কিছু গিফট নিজে ব্যবহার করি তাহলে এটা কি ঠিক হবে?

উত্তরসুবিধাটি যদি সরাসরি কোম্পানি দেয় এবং আগে থেকে জানা থাকে তাহলে এটা উপহার হিসেবে জায়েয হবে। আর যদি থার্ড কোন পার্টি এই অফার দেয় যেমন বিকাশ বা নগদ বলে যে, বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে পে করলে এই অফার তাহলে সেটা সুদ হবে। ডাক্তারগণ এ সমস্ত পণ্যসামগ্রী গ্রহণ করতে পারবেন না। কারণ এটা প্রতারণা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ‘যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করবে, সে আমার শরী‘আতের অন্তর্ভুক্ত নয় (ছহীহ মুসলিম, হা/১০১; মিশকাত, হা/৩৫২০)। কিন্তু তারপরও কোন কোম্পানী ডাক্তারের উদ্দেশ্যে কোন গিফট দিলে সেটি ডাক্তারের কাছেই পৌছাতে হবে। কেননা এটি একটি আমানত। আল্লাহ তাআলা আমানত রক্ষার গুরুত্ব বর্ণনা করে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নিদের্শ দিচ্ছেন যে, আমানত তার মালিকের নিকট অর্পন করবে (আন নিসা, ৪/৫৮)। এই আয়াতে সাধারণ ব্যক্তিবর্গ ও শাসকশ্রেণী উভয়কে সন্ধোধন করা হয়েছে যে, তারা যেন আমানতকে তার মালিকের নিকটে অর্পন করে। সুতরাং কোম্পানীর দেয়া আমানতকে তার যথাযথ স্থানেই অর্পন করতে হবে। তবে ডাক্তারের কাছে দেয়ার সময় তিনি যদি খুশি হয়ে কোন কিছু দেন, তাহলে সেটি গ্রহণ করাতে কোন সমস্যা নেই।

প্রশ্নকারী : সাকিব

ধুনট, বগুড়া।


Magazine