কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : যে ব্যক্তি ‘লা হাওলা ওয়ালা ক্বুওআতা ইল্লা বিল্লাহ’ পাঠ করবে, তার যাবতীয় বিপদ-আপদ দূর করা হবে’ যার সর্বনিম্ন হলো দরিদ্র্যতা মোচন করা’ (তিরমিযী, ৩/১৮৬)। এই হাদীছটি কি ছহীহ?

উত্তরপূর্ণ হাদীছটি হচ্ছে, আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ দুআটি বেশি করে পাঠ করবে, কেননা এটি হল জান্নাতের সঞ্চয়-ভান্ডার হতে একটি সঞ্চয় ভান্ডার। হাদীছটির এই অংশটুকু ছহীহ। তবে পরের অংশটুকু ছহীহ নয়। তা হচ্ছে, মাকহুল রহিমাহুল্লাহ বলেন, ‘যে ব্যক্তি ‘লা হাওলা ওয়ালা ক্বুওআতা ইল্লা বিল্লাহ’ পাঠ করবে, তার যাবতীয় বিপদ-আপদ দূর করা হবে’ যার সর্বনিম্ন হলো দরিদ্র্যতা মোচন করা’। হাদীছ বিশারদগণ বলেছেন, মাকহুলের এই কথাটুকু অবিচ্ছন্ন সূত্রে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। কেননা মাকহুল একথা আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে শুনেনি (তিরমিযী, হা/৩৬০১)।

প্রশ্নকারী : আব্দুর রহমান

মোহাম্মাদপুর, ঢাকা।

 

Magazine