উত্তর: দাঁড়ানোর সক্ষমতা থাকার পরেও সুন্নাত ও নফল ছালাত বসে আদায় করাতে কোনো বাধা নেই। তবে বসে ছালাত আদায়কারী দাঁড়িয়ে ছালাত আদায়কারীর অর্ধেক নেকী পাবে। ইমরান ইবনু হুসাইন রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি ছিলেন অর্শরোগী। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বসে ছালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ‘যদি কেউ দাঁড়িয়ে ছালাত আদায় করে তবে সেটিই উত্তম। আর যে ব্যক্তি বসে ছালাত আদায় করবে, তার জন্য দাঁড়িয়ে ছালাত আদায়কারীর অর্ধেক ছওয়াব আর যে শুয়ে আদায় করবে তার জন্য বসে আদায়কারীর অর্ধেক ছওয়াব’ (ছহীহ বুখারী, হা/১১১৫)।
প্রশ্নকারী: আমিনুর রহমান
দুপচাঁচিয়া, বগুড়া।