কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): ফজরের ছালাতের পর ঘুমালে কি কোনো ক্ষতি হয়?

উত্তর: রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর ছাহাবীগণের আদর্শ ছিল, তারা ফজরের ছালাত আদায় করার পরে সূর্যোদয় পর্যন্ত ছালাতের স্থানেই বসে থাকতেন (ছহীহ মুসলিম, হা/৬৭০)। সাখর ইবনু ওয়াদা‘আহ আল-গামিদী রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু‘আ করেছেন, ‘হে আল্লাহ! আমার উম্মতের সকালে বরকত দান করুন’। রাবী বলেন, তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ছোট বা বড় সেনাদল পাঠাতেন, তখন তা দিনের প্রথমাংশেই পাঠাতেন। বর্ণনাকারী সাখর একজন ব্যবসায়ী ছিলেন। তিনিও তার ব্যবসা-বাণিজ্যের মালামাল দিনের প্রথমভাগেই পাঠাতেন। ফলে তিনি প্রচুর ধনবান ও সম্পদশালী হয়েছিলেন (আবূ দাঊদ, হা/২৬০৬; তিরমিযী, হা/১২১২; ইবনু মাজাহ, হা/২২৩৬)। সালাফদের অনেকেই ফজর পরে ঘুমানোকে অপছন্দ করতেন (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, ৫/২২২, হা/২৫৪৪২)। সুতরাং ফজর পরে না ঘুমানোই উত্তম। বরং যদি সম্ভব হয়, তাহলে ফজরের ছালাত পরে সূর্যোদয় পর্যন্ত ছালাতের স্থানেই বসে থাকবে, তারপর সূর্য এক বর্শা পরিমাণ উঠলে (যার সময় হলো আনুমানিক পনেরো থেকে বিশ মিনিট) দুই রাকআত ছালাত আদায় করবে। তার জন্য পূর্ণ হজ্জ ও উমরার নেকী হবে (তিরমিযী, হা/৫৮৬; সিলসিলা ছহীহা, হা/৩৪০৩)। তবে যদি ঘুমের খুব প্রয়োজন থাকে, তাহলে এই সময়ে ঘুমানোতে কোনো বাধা নেই (যাদুল মাআদ, ইবনুল কায়্যিম, ৪/২২২)।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine