কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : যোহর ছালাতের পূর্বে চার রাকআত সুন্নাতের প্রতি রাকআতেই কি সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলাতে হবে?

উত্তর : যোহরের পূর্বের চার রাকআতের শুধু প্রথম দুই রাকআতে মিলালেই চলবে। আবূ ক্বাতাদা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আছরের ছালাতের প্রথম দুই রাকআতে সূরা ফাতেহা এবং অন্য দুটি সূরা আর শেষের দুই রাকআতে শুধু সূরা ফাতিহা পাঠ করতেন। আর কোনো কোনো সময় তিনি আমাদেরকে শুনিয়ে ক্বিরাআত করতেন। আর তিনি যোহরের প্রথম রাকআত দীর্ঘ করতেন (নাসাঈ, হা/৯৮০)। তবে প্রত্যেক রাকআতেও সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলাতে পারে। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর কিংবা আছরের (রাবীর সন্দেহ) প্রথম দুই রাকআতের প্রতি রাকআতে ১৫ আয়াত পরিমাণ পাঠ করতেন এবং শেষের দুই রাকআতে অর্ধেক পরিমাণ পাঠ করতেন (ছহীহ মুসলিম, হা/৪৫২)। এতে প্রমাণিত হয়, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পরের দুই রাকআতেও অন্য মিলিয়েছেন।

প্রশ্নকারী : আবূ আব্দুল্লাহ

 ফুলপুর, ময়মনসিংহ।


Magazine