কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): ‘অপরিচিত অবস্থায় ইসলামের সূচনা হয়েছে এবং যে অবস্থায় তার সূচনা হয়েছিল আবার সে রকম অপরিচিত অবস্থায় ফিরে আসবে। সুতরাং অপরিচিতদের জন্যই সুসংবাদ’। উক্ত হাদীছের ব্যাখ্যা কী?

উত্তর: হাদীছটির উদ্দেশ্য হলো- ১. ইসলামের প্রথম দিকে তারা ইসলামের নিয়মকানুন জানত না, এগুলো তাদের কাছে অপরিচিত ছিল। ২. শুরুতে দুর্বল লোকেরা ইসলাম গ্রহণ করেছিল। ৩. মুসলিমরা তখন ছিল সংখ্যালঘু। তখন অল্প কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করে এবং অধিকাংশ লোক অস্বীকার করে, এজন্য হাদীছে তাদের অপরিচিত বলা হয়েছে। শেষ যুগে কমতে কমতে ইসলাম আবার অল্প সংখ্যক লোকের মধ্যে রয়ে যাবে এবং যে অল্প সংখ্যক লোকেরা তখন ইসলামকে আঁকড়ে ধরে থাকবে, তাদের জন্যই চিরকালের কল্যাণ এবং চিরস্থায়ী জান্নাত রয়েছে (শারহুন নাবাবী আলা মুসলিম, ১/৩৫৪)

 প্রশ্নকারী : নুরে আলম সিহাব

কাশিপুর, বরিশাল।


Magazine