কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): আমার পিতা আগে পাঁচ ওয়াক্ত ছালাত পড়তেন না। আল্লাহ হেদায়াত দেওয়ার পর এখন ছালাত পড়ে, আলহামদুলিল্লাহ। কিন্তু তিনি একটি সূরাও জানেন না। আমি সূরাগুলো শিখানোর চেষ্টা করছি। কিন্তু তিনি তা তেলাওয়াত করতে পারে না। সে এখন কীভাবে দিয়ে ছালাত আদায় করবে জানিয়ে উপকৃত করবেন।

উত্তরযদি কুরআন তেলাওয়াত করতে না পারে, তাহলে শুরুতে সূরা ফাতিহা শিখে নিবে তারপর ধীরে ধীরে অন্যান্য সূরাগুলো শিখবে এবং সূরা ফাতিহা শেখার আগ পর্যন্ত ছালাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার বলবে। ইবনু আবূ আওফা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, আমি কুরআন পাঠ করতে পারি না। সুতরাং আমাকে এমন কিছু শিক্ষা দিন, যা কুরআন পাঠের পরিবর্তে যথেষ্ট হয়। তিনি বললেন, ‘তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ (নাসাঈ, হা/৯২৪)। আর যদি কষ্ট করে আটকে আটকে কুরআন পড়তে পারে, তাহলে তা দিয়েই পড়বে। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না’ (আল-বাকারা, ২/২৮৬)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কুরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদাসম্পন্ন ফেরেশতাদের সঙ্গী হবে আর যে ব্যক্তি কুরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তিলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ ছওয়াব’ (ছহীহ মুসলিম, হা/১৭৪৭; আবূ দাঊদ, হা/১৪৫৪)।

প্রশ্নকারী : ফরযন আলী

শিলিগুড়ি, ভারত।


Magazine