কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): আমি সরকারি চাকরি করতাম। সেখানে হাফ প্যান্ট পরা লাগত, দাড়ি সেভ করা লাগত এবং অনেক গালাগালি করাসহ খারাপ কাজ করা লাগত। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আমার চাকরি চলাকালীন সময়ও আমার বউ আমার বাড়িতে থাকত না, এখনও আসবে না। আসতে বললেই বলে, এই নাই, সেই নাই আর তোমার চাকরিও নাই। এখন আমার সন্তান হবে। কিন্তু আমার খরচ বহন করার ইচ্ছা হয় না। এমন অবস্থায় আমি তাদের খরচ বহন না করলে আমার কি পাপ হব?

উত্তর: স্ত্রী-সন্তানের যাবতীয় ভরণপোষণের দায়িত্ব হলো স্বামীর। আল্লাহ তাআলা বলেন, ‘পিতার উপর দায়িত্ব হলো ভালোভাবে তাদের অন্নবস্ত্রের ব্যবস্থা করা’ (আল-বাকারা, ২/২৩৩)। সুতরাং স্ত্রী থাকাকালীন অবস্থায় তার যাবতীয় দেখাশুনার দায়িত্ব স্বামীর। এমতাবস্থায় স্বামী যদি পূর্বের অসৎ কাজ থেকে তওবা করে হালালভাবে জীবনযাপন করতে চায়, তাহলে প্রয়োজনে পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে স্ত্রীর উচিত স্বামীর সাথে সংসার শুরু করা। আল্লাহ তাআলা বলেন, ‘আর তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করো; তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত’ (আন-নিসা, ৪/৩৫)। এরপরেও কোনো সমাধান না আসলে স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে। কিন্তু স্ত্রী থাকাকালীন স্ত্রী-সন্তানের ভরণপোষণ স্বামীকেই দিতে হবে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine