উত্তর: সাধারণত যে কারণে সাহু সিজদা দিতে তা হচ্ছে- ১. ছালাত পূর্ণ হওয়ার পূর্বে সালাম ফেরালে (অর্থাৎ কোনো কিছু ছুটে গেলে )ছহীহ বুখারী, হা/৪৬৮(। ২. তাশাহহুদ ছুটে গেলে )ছহীহ বুখারী, হা/৭৯৫( ৩. ছালাত কম-বেশি হলে (ছহীহ বুখারী, হা/১১৬৮) ৪. ছালাতের মাঝে প্রবল ধারণামূলক সন্দেহ হলে (ছহীহ বুখারী, হা/৩৯২; যাদুল মা‘আদ, ১/১৬৯ পৃ.; মাজমূউ‘ ফাতাওয়া ইবনু উছাইমীন, ১৪/১পৃ.)। সুতরাং কেউ যদি ভুলে প্রথম বৈঠকে দরূদ, দুআ মাসূরা পাঠ করে ফেলে তাহলে তাকে এর জন্য সাহু সিজদা দিতে হবে না। উল্লেখ্য যে, প্রথম বৈঠকে দরূদ পাঠের বর্ণনাও হাদীছে পাওয়া যায়।
প্রশ্নকারী : অভি সরদার
ঈশ্বরদী-পাবনা।