কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : ইউনুস নামের জনৈক অবিবাহিত ব্যক্তি ১ একর ৫৯ শতাংশ জমির মালিক ছিলেন। তিনি মা, এক বোন ও দুইজন বৈমাত্রেয় চাচাতো ভাই ওয়ারিছ হিসাবে রেখে হঠাৎ মারা গেছেন। এখন উক্ত সম্পদ থেকে তার ওয়ারিছগণ কে কতটুকু পাবেন?

উত্তর : প্রশ্নোল্লিখিত ওয়ারিছদের প্রাপ্য সম্পদের হার হলো, মা পাবেন এক-ষষ্ঠাংশ; বোন পাবে ছয় ভাগের ৩ ভাগ; আর বাকি সম্পদ বৈমাত্রিয় ভাইগণ সমান হারে পাবে (আন-নিসা, ৪/১১)।

-হারুন

চাঁদপুর সদর।

Magazine