উত্তর : ওযূ করার পর ওযূ ভেঙ্গে গেছে মর্মে নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐ ওযূ ভঙ্গ হবে না এবং সে ওযূ দ্বারা যতো খুশি ছালাত আদায় করবে। সন্দেহের উপর নির্ভর করে বারংবার ওযূ করবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–কে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যার ছালাতে ওযূ ভেঙ্গে গেছে মর্মে সন্দেহ হয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, لاَ يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا ‘সে ব্যক্তি যতক্ষণ বায়ু নির্গমণের কোনো আওয়াজ বা গন্ধ না পায় ততক্ষণ যেনো সে ছালাত ছেড়ে না দেয়’ (ছহীহ বুখারী, হা/১৭৭; ছহীহ মুসলিম, হা/৩৬১)। অর্থাৎ ওযূ ভেঙ্গে গেছে এমন সন্দেহ নির্ভর হয়ে যেনো ছালাত ছেড়ে না দেয়। অত্র হাদীছ প্রমাণ করে যে, সন্দেহের কারণে ওযূ ভঙ্গ হবে না।
-আব্দুল আওয়াল
-রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ।