উত্তর: দালালকে ঘুষ দেওয়া ছাড়া কোনোভাবেই ড্রাইভিং লাইসেন্স করা যাচ্ছে না কথাটি সঠিক নয়। ঘুষ দেওয়া ছাড়াও বৈধ উপায়ে ড্রাইভিং লাইসেন্স করা যায়। হয়তো হয়রানির শিকার হওয়া লাগতে পারে, কিছুটা বিলম্ব হতে পারে। কিন্তু অসম্ভব নয়। তাই ড্রাইভিং লাইসেন্সের জন্য দালালকে ঘুষ দেওয়া যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ের উপর লানত করেছেন (আবূ-দাউদ, হা/৩৫৮০; ইবনু মাজাহ, হা/২৩১৩)। তবে যদি পরিস্থিতি এমন হয় যে, ঘুষ দেওয়া ছাড়া কোনোভাবেই ড্রাইভিং লাইসেন্স করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা এরূপ নিরুপায় ব্যক্তিকে পাকড়াও করবেন না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কারো উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না (আল-বাকারা, ২/২৮৬)।
প্রশ্নকারী : মো: তানজিল আহম্মেদ
লালপুর, নাটোর।