কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : আমরা ব্যাংক এ সঞ্চয় হিসাবে যে টাকা জমা রাখি। তার ওপর কোন নিদিষ্ট সুদের হার উল্লেখ না করার শর্তে ব্যাংক বছর শেষে আমাদের টাকার অংকে আমাদের সঞ্চয় এর ওপর কিছু বাড়তি টাকা দেয়। এটা কি সুদ হবে?

উত্তর: এদেশের কোন ব্যাংকই সূদ থেকে মুক্ত নয়। তাই ব্যাংক থেকে অতিরিক্ত যা দিবে তাই সূদ হবে, সুদের হার উল্লেখ না থাকলেও। অতএব তা গ্রহন করা যাবে না। তা ছওয়াবের নিয়্যত ছাড়া দান করে দিতে হবে। মহান আল্লাহ বলেন, ‘তিনি ব্যবসাকে হালাল করেছেন আর সূদ হারাম করেছেন (আল বাক্বারা, ২/২৭৫)। তিনি আরো বলেন, ‘তোমরা যদি মুমিন হয়ে থাক, তাহলে সূদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, …আর যদি তোমরা তাওবা কর, তাহলে তোমাদের জন্য থাকবে মূলধন (আল বাক্বারা, ২/২৭৮-২৭৯)।

প্রশ্নকারী : তাহাসিন

চন্দনাইশ, চট্টগ্রাম।


Magazine