উত্তর : হ্যাঁ, দু‘আ দুটি সিজদায় পড়া যাবে। তবে ‘রব্বানা আ-তিনা...... এর পূর্বে ‘আল্লা-হুম্মা’ শব্দটি যোগ করে বলবে। কেননা এটি কুরআনী দু‘আ বা আয়াত। আর রুকূ-সিজদায় কুরআনী দু‘আ পড়া জায়েয নয় (ছহীহ মুসলিম, হা/৪৭৯; মিশকাত, হা/৮৭৩, নায়লুল আওতার, ৩/১০৯)। তবে শুরুতে ‘আল্লাহুম্মা’ যুক্ত করলে তখন দু‘আটি হাদীছী দু‘আ বলে গণ্য হবে এবং সিজদায় তা পড়া যাবে (ছহীহ বুখারী, হা/৪৫২২)।
প্রশ্নকারী : শাহাজান ফারুক
পার্বতীপুর, দিনাজপুর।