কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : আমার বাবা ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। এমতাবস্থায় তার পরকালীন মুক্তির জন্য আমার করণীয় কী?

উত্তর : এমতাবস্থায় সন্তানের দায়িত্ব হলো, পিতার কোনো প্রকারের ঋণ থাকলে সর্বপ্রথমে তা পরিশোধ করা। অতঃপর তার কোনো অছিয়ত থাকলে তা পূর্ণ করা। আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, অছিয়ত পূরণের পূর্বে ঋণ পরিশোধ করার জন্য রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। অথচ তোমরা ঋণ পরিশোধের পূর্বে অছিয়ত পূরণের স্বীকৃতি দিয়ে থাক (তিরমিযী, হা/২১২২)। এরপর তার জন্য ছাদাক্বায়ে জারিয়া করবে এবং তার নাজাতের জন্য নেক দু‘আ করবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন জনৈক ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলল, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার ধারণা যে, তিনি কথা বলার সুযোগ পেলে দান করে যেতেন। আমি তার পক্ষ থেকে যদি দান করি তবে কি তিনি ছওয়াব পাবেন? নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ (ছহীহ বুখারী, হা/১৩৮৮; ছহীহ মুসলিম, হা/ ১০০৪)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল ব্যতীত। যথা : ১. ছাদাক্বায়ে জারিয়া ২. এমন ইলম, যার দ্বারা উপকার সাধিত হয় এবং ৩. এমন সুসন্তান, যে তার জন্য দু‘আ করে (ছহীহ মুসলিম, হা/১৬৩১; আবুদাঊদ, হা/২৮৮০; মিশকাত, হা/২০৩)।

-জাহিদুর রহীম

১৭২ মধ্য বাড্ডা, ঢাকা-১২১২।

Magazine