উত্তর: এমন আমল স্পষ্ট বিদআত। কারণ নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তাবেঈ, তাবে-তাবেঈগণ থেকে এমন আমলের অস্তিত্ত্ব পাওয়া যায় না। আর শরীয়ত দ্বারা প্রমাণিত নয় এমন দুআ সংখ্যা নির্দিষ্ট করে বা না করে পাঠ করা যাবে না। তাই দলীল ছাড়া কোনো দুআ বা আমল করা থেকে বিরত থাকতে হবে। রোগ মুক্তির জন্য কুরআন-হাদীছে প্রশ্নে উল্লেখিত সংখ্যায় কোনো দুআ পাওয়া যায় না। তাই এমন ভিত্তিহীন আমল থেকে বিরত থাকা আবশ্যক। বরং ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত দুআগুলো পাঠ করবে। যেমন: ১. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল-সন্ধ্যা আল্লাহর নিকট সুস্থতা কামনা করে দুআ করতেন,اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، وَاحْفَظْنِيْ مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِيْ، وَعَنْ شِمَالِيْ، وَمِنْ فَوْقِيْ، وَأَعُوذُ بِكَ أَنْ أُغتَالَ مِن تَحتِي (ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৬৫৭; ইবনু মাজাহ, হা/৩৮৭১)। ২. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য ও অপরের জন্য সুস্থতা চেয়ে দু‘আ করতেন, أَذْهِبِ البَأسَ رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا (ছহীহ বুখারী, হা/৫৭৫০)। এছাড়াও নিজ ভাষায় ইচ্ছামতো আল্লাহর নিকট নিজ রোগ মুক্তির জন্য দুআ করা যায়। উল্লেখ্য যে, দান-ছাদাক্বা রোগ মুক্তির সহজ পথ। তাই রোগ মুক্তির জন্য বেশি বেশি দান-ছাদাক্বা করা উচিত। এ মর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, دَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ অর্থাৎ ‘তোমরা ছাদাক্বার মাধ্যমে তোমাদের রুগীদের চিকিৎসার ব্যবস্থা করো’ (কুবরা বায়হাক্বী, হা/৬৫৯৩; ছহীহ আত-তারগীব, হা/৭৪৪)।
প্রশ্নকারী : মো: মোজাহিদ হোসেন পিজন
দুমকি, পটুয়াখালী।