কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : রাসূল (সা.) রামাযানের রাত্রিগুলো কীভাবে জাগরণ করতেন জানিয়ে বাধিত করবেন।

উত্তররাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযানের রাত্রিগুলো যেসব জিনিস পালনের মাধ্যমে জাগরণ করতেন। তার মধ্য হতে কয়েকটি উল্লেখ করা হলো- (১) কুরআন তেলাওয়াত (ছহীহ বুখারী, হা/১৯০২) (২) ইতিকাফ পালন (ছহীহ মুসলিম, হা/২৮৩৭) (৩) বেশি বেশি দুআ পাঠ (আল-বাক্বারা, ২/১৮৬; ইবনু মাজাহ, হা/৩৯৮২) (৪) নিজে ছালাত পড়া ও পরিবারকে ছালাত পড়ানো জন্য জাগ্রত করার মাধ্যমে (ছহীহ বুখারী, হা/২০২৪) ইত্যাদি।

প্রশ্নকারী : খালেদ সাইফুল্লাহ

নাটোর।


Magazine