কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : অধীনস্থদের (স্ত্রী, সন্তান, কর্মচারী) সাথে কি রকম আচার-আচরণ করা উচিৎ?

উত্তর: অধীনস্থদের (স্ত্রী, সন্তান, কর্মচারী) সাথে ভালো ব্যবহার করা উচিত। মা‘রূর রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রেখো, তোমাদের দাস-দাসী তোমাদেরই ভাই। আল্লাহ তা‘আলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাই যার ভাই তার অধীনে থাকবে, সে যেন নিজে যা খায় তাকে তা-ই খাওয়ায় এবং নিজে যা পরিধান করে, তাকেও তা-ই পরায়। তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না, যা তাদের জন্য অধিক কষ্টদায়ক। যদি এমন কষ্টকর কাজ করতে দাও, তাহলে তোমরাও তাদের সে কাজে সহযোগিতা করবে (ছহীহ বুখারী, হা/২৫৪৫, ৬০৫০; ছহীহ মুসলিম, হা/১৬৬১)।

প্রশ্নকারী : কাইছার হানিফ

সাতকানিয়া, চট্টগ্রাম।


Magazine