কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : মা-বাবা কি সন্তানকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিবাহ দিতে পারে?

উত্তরমা-বাবা সন্তানকে মিথ্যা পতিশ্রুতি দিয়ে বিবাহ দিতে পারে না। কেননা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া কাবীরা গুনাহ। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় সে আমাদের (আদর্শের) অন্তর্ভুক্ত নয় (ছহীহ মুসলিম, হা/১০১; ইবনু মাজাহ, হা/২২২৫)। আব্দুল্লাহ ইবনু আমের রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদিন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে বসা অবস্থায় আমার মা আমাকে ডেকে বললেন, এই যে, এসো! তোমাকে দিবো। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, ‘তাকে কি দেয়ার ইচ্ছা করছো? তিনি বললেন, খেজুর। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘যদি তুমি তাকে কিছু না দিতে তাহলে এ কারণে তোমার আমলনামায় একটি মিথ্যার পাপ লিপিবদ্ধ করা হতো’ (আবূ দাউদ, হা/৪৯৯১; সিলসিলা ছহীহা, হা/৭8৮)। অতএব সন্তানকে সবকিছু জানিয়ে তার সম্মতিক্রমে বিবাহ দিতে হবে।

প্রশ্নকারী : সালাউদ্দীন

ভাসানটেক, ঢাকা।


Magazine