উত্তর: ছোট-বড় গুনাহের কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে; তখন গুনাহের কারণে বিপদাপদ, কষ্ট, পরীক্ষা বা শাস্তি আসতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আর তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ গুনাহের মাধ্যমেই আল্লাহর ক্রোধ নাযিল হয়’ (মুসনাদে আহমাদ, হা/২২০৭৫)। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের যেসব বিপদ আসে, তা তোমাদের নিজেদেরই কৃতকর্মের ফল। আর তিনি বহু গুনাহ ক্ষমা করে দেন’ (আশ-শুআরা, ২৬/৩০)।
এমতিয়াজ
মুগদা মদিনাবাগ, ঢাকা।