কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : আমাদের সমাজে মহিলারা তাদের হায়েয চলাকালীন অন্য কোনো মৃত মহিলাকে দেখতে ও গোসল দিতে পারে না। এ রকম রীতি কি ঠিক?

উত্তর এধরণের রীতিনীতি ঠিক নয়। এগুলো সামাজিক কুসংস্কারমাত্র। কেননা ঋতুবতী অবস্থায় ছালাত, ছিয়াম, সহবাস ও স্পর্শ করে কুরআন তেলাওয়াত ব্যতীত অন্য কোন কাজ নিষিদ্ধ নয়। মহান আল্লাহ বলেন, ‘আপনার কাছে লোকেরা ঋতু সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন, এটা অপবিত্র। কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাক’ (সূরা আল-বাক্বারাহ ২২২)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, ঋতু অবস্থায় আমাদেরকে ছিয়াম ক্বাযা করার এবং ছালাত ছেড়ে দেয়ার আদেশ দেওয়া হত (ছহীহ মুসলিম, হা/৩৩৫; মিশকাত, হা/২০৩২)।

প্রশ্নকারী : রুমা আকতার



Magazine