উত্তর: গাছপালা, পাহাড় কিংবা যেকোনো প্রাকৃতিক ছবি অঙ্কন করাতে শারঈ কোনো বাধা নেই। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, তোমাকে একান্তই যদি তা (ছবি অঙ্কন) করতে হয়, তাহলে গাছ এবং যার জীবন নেই, সে সব বস্তুর ছবি তৈরি করো (ছহীহ মুসলিম, হা/২১১০)।
প্রশ্নকারী : রুহুল ইসলাম
দূর্গাপুর, রাজশাহী।