কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : নবীর প্রতি ছালাত ও সালাম পেশ না করলে দুআ কবুল হয় না। দুআ ঝুলন্ত থাকে। এই মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ? নবী a-এর প্রতি ছালাত ও সালাম পেশ না করে দুআ করা যাবে কি?

উত্তরজী, হাদীছটি ছহীহ (তিরমিযী, হা/৪৮৬)। দুআ করার ক্ষেত্রে দরূদ ও সালাম পাঠ করা দুআ কবুলের একটি মাধ্যম (মিরআতুল মাফাতীহ, ৩/২৯০; ফায়যুল কাদীর, ৩/৫৪৩)। তাই সবার উচিত হবে দুআর ক্ষেত্রে দরূদ ও সালাম পাঠ করা। এ ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বারোপ করে বলেছেন, ‘যখন তোমাদের কেউ দুআ করবে তখন সে যেন আল্লাহর প্রশংসা ও গুণগান করে অতঃপর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ‍উপর দরূদ পাঠ করে এরপর যা ইচ্ছা দুআ করে (তিরমিযী, হা/৩৪৭৭)। উক্ত হাদীছে বুঝা যায় যে, দুআর সূচনাতে প্রশংসা ও দরূদ পড়া জরুরি একটি বিষয়।

প্রশ্নকারী : মোঃ মামুনুর রশিদ প্রধান

রামচন্দ্রপুর,গাইবান্ধা সদর, গাইবান্ধা।

 

Magazine