কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : কুরবানীর জন্য একটি পশুতে সর্বোচ্চ কত জন অংশগ্রহণ করতে পারে?

উত্তর : প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানী হওয়াই ভালো। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে লোক সকল! প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানী দেওয়া কর্তব্য’ (আবূ দাঊদ, হা/২৭৮৮; মিশকাত, হা/১৪৭৮)। আত্বা ইবনু ইয়াসার বলেন, আমি আবূ আইয়ূব আনছারী রযিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞস করলাম, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর যুগে কীভাবে কুরবানী হতো? তিনি বললেন, একজনে পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানী করত। সেটা থেকে তারা খেত এবং মানুষকে খাওয়াতো। অবশেষে মানুষেরা গর্ব ও আভিজাত্যের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। ফলে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তা তুমি নিজেই দেখতে পাচ্ছ (তিরমিযী, হা/১৫০৫)। তবে একটি উট ও গরুতে সাত জন শরীক হতে পারে। জাবের ইবনু আব্দুল্লাহ রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘গরু সাত জনের পক্ষ থেকে এবং উট সাত জনের পক্ষ থেকে’ (আবূ দাঊদ, হা/২৮০৮; তিরমিযী, হা/৯০৪; মিশকাত, হা/১৪৫৮)। তবে উটে দশ জনও শরীক হওয়া যায় (ইবনু মাজাহ, হা/৩১৩১, সনদ ছহীহ)। উল্লেখ্য যে, হাদীছগুলোতে সফরের কথা উল্লেখ থাকলেও হাদীছগুলোর আমল সফরের সাথে খাছ নয়। সফরে হোক আর মুক্বীম অবস্থায় হোক গরুতে সাতজন ও উটে দশজন অংশগ্রহণ করতে পারে।

প্রশ্নকারী : রাকিব হাসান

কুমারখালী, কুষ্টিয়া।

Magazine