উত্তর : উক্ত চার ওয়াক্ত ছালাতকে রাতে একসাথে আদায় বা জমা করা যাবে না। বরং ট্রেনিং সেন্টারের পার্শ্ববর্তী কোনো মসজিদ কিংবা যেকোনো পবিত্র স্থানে নির্ধারিত সময়ে ছালাত আদায় করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘নির্ধারিত সময়ে ছালাত ক্বায়েম করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য’ (আন-নিসা, ৪/১০৩)। তবে মুসাফির হিসাবে যোহর কিংবা আছর ওয়াক্তের মধ্যে যোহর-আছরকে একসাথে এবং মাগরিব কিংবা এশার ওয়াক্তের মধ্যে মাগরিব-এশাকে একসাথে জমা করতে পারে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলে যোহর ও আছরের ছালাত একসাথে আদায় করতেন। (ঠিক এমনিভাবে) মাগরিব ও এশার ছালাত একসাথে আদায় করতেন (ছহীহ বুখারী, হা/১১০৭; ছহীহ মুসলিম, হা/৭০৫; মিশকাত, হা/১৩৩৯)।
প্রশ্নকারী : মুহাম্মদ নাঈম
বনশ্রী, ঢাকা।