কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে তার উত্তরসূরীদের শরীআত বিরোধী কোনো অছিয়ত করে গেলে তা পালন করতে পারে কি?

উত্তর : শরীআত বিরোধী কিংবা যেকোনো পাপ কাজের অছিয়ত, মানত কিংবা কসম পূরণ করা যাবে না (ছহীহ মুসলিম, হা/১৬৪১; মিশকাত, হা/৩৪২৮)। আবূ আব্দুর রহমান আস-সুলামী রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর অবাধ্যতায় কোনো সৃষ্টজীবের আনুগত্য চলবে না’ (মুসনাদে আহমাদ, হা/১০৯৫; মিশকাত, হা/৩৬৯৬)।

প্রশ্নকারী : আনোয়ার হোসেন

কাশেমপুর, গাজীপুর।


Magazine