কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : আয়াতুল কুরসি পাঠ করার পূর্বে আঊযুবিল্লাহ, বিসমিল্লাহ বলা কি জরুরী?

উত্তর‘আয়াতুল কুরসী’ সূরা বাক্বারার একটি আয়াত। সুতরাং তা পড়ার পূর্বে ‘আউযুবিল্লাহ’ পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ‘যখন তোমরা কুরআন পড়বে তখন ‘আউযুবিল্লাহ’ পড়’ (আন-নাহল, ১৬/৯৮)। তবে ‘বিসমিল্লাহ’ পড়তে হবে না। কারণ এক সূরা থেকে অন্য সূরাকে বিচ্ছিন্ন করার জন্য ‘বিসমিল্লাহ’ অবতীর্ণ হয় (আবূ দাঊদ, হা/৭৮৮; মিশকাত, হা/২২১৮)।


 প্রশ্নকারী : সিয়াম, জয়পুরহাট।

Magazine