কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : ‌কোনো ঔষধ কোম্পানীর প্রডাক্ট লিখে দেওয়ার বিনিময়ে কোনো ডাক্তার যদি কোম্পানীর নিকট টাকা নেয়, তাহলে সেই টাকা নেওয়া কি জায়েয হবে? উল্লেখ্য, ডাক্তার রোগীর প্রয়োজন হলেই কেবল ঔষধ লিখে। তবে কোন কোম্পানির প্রডাক্ট লিখবে সেটা ডাক্তার নির্ধারণ করে।

উত্তরকোনো কোম্পানীর ঔষুধ লেখার শর্তে কোম্পানী যদি ডাক্তারকে উপহার কিংবা টাকা দেয়, তাহলে তা সুস্পষ্ট ঘুষ হবে। সেটা গ্রহণ করা জায়েয হবে না। কেননা ডাক্তার যদি সেই কোম্পানীর ঔষুধ না লিখে তাহলে তো কোম্পানী তাকে এক পয়সাও দিবে না। এমনকি কোনো প্রকার শর্ত ছাড়াও যদি উপহার দিতে আসে, তাহলে সেটাও গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। কেননা ‘দান মানুষের জবান বন্ধ করে দেয়’। তখন বিবেকে না চাইলেও মনের দিক থেকে ডাক্তার উক্ত কোম্পানীর প্রতি সহানুভূতি দেখাবেন। অথচ ডাক্তারের কর্তব্য হলো, কোম্পানীর ঔষুধের গুণগত মান, কার্যকারিতা ও রোগীর অবস্থা বিবেচনা করে প্রেসক্রাইব করা। আবূ উমামাহ রযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য কোনো বিষয়ে সুপারিশ করার কারণে যদি সে তাকে কিছু উপহার দেয় এবং সে তা গ্রহণ করে তাহলে সে সূদের একটি বড় দরজা দিয়ে প্রবেশ করলো (আবূ দাউদ, হা/৩৫৪১)। আর হ্যাঁ, কোম্পানী যদি খুব উদার, দানশীল ও পরোপকারী হয়, তাহলে ডাক্তারকে ঘুষ না দিয়ে কোম্পানীর উচিত হত-দরিদ্র অচিকিৎসায় কাতরানো হাসপাতালের রোগীদের মাঝে ফ্রি ঔষুধ বিতরণ করা। অথবা হাসপাতালের গেটে ঔষুধের বাক্স নিয়ে দাঁড়িয়ে থেকে প্রেসক্রিপশন দেখে দেখে রোগীদের মাঝে ঔষুধ বিতরণ করা। তাতে কোম্পানীর প্রচারও হবে। আবার ছওয়াবের পাল্লাটাও ভারি হবে।

প্রশ্নকারী : মাহাবুবুর আলম

পাটগ্রাম, লালমনিরহাট।


Magazine