কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : হিন্দু ড্রাইভার, পরিচ্ছন্নতাকর্মী, অফিসের চাকুরিজীবিরা পূজা উপলক্ষে বোনাস (অতিরিক্ত টাকা) চেয়ে থাকে। মুসলমান হিসেবে এটা দেওয়া কি আমাদের জন্য বৈধ হবে?

উত্তর: বির্ধমী কর্মচারীকে নিয়োগ দেওয়া যায়। কিন্তু পূজা বা অন্য কোনো পাপ কাজকে কেন্দ্র করে তাদেরকে বোনাস দেওয়া ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। কেননা এর মাধ্যমে শিরকের মতো অন্যায় কাজে সহযোগিতা করা হয়ে থাকে। মহান আল্লাহ বলেন, ‘সৎকাজ ও তাক্বওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা কর, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় কর, আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর’ (আল-মায়েদা, ৫/২)। তবে, পাপ কাজ ব্যতীত কল্যাণের উদ্দেশ্যে তাদেরকে সহযোগিতা করা যায় এবং তাদেরকে হাদিয়া দেওয়া ও তাদের থেকে হাদিয়া গ্রহণ করা যায়। ইবনু উমার রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উমার রযিয়াল্লাহু আনহু একটি লাল বর্ণের রেশমী চাদর দেখে বলেন, হে আল্লাহর রাসূল! আপনি যদি তা খরিদ করতেন তবে জুমআর দিন এবং আপনার নিকট বাইরের প্রতিনিধি দল এলে তা পড়তেন। তিনি বলেন, ‘হে উমার! যার পরকাল বলতে কিছু নেই সে এটা পরবে। পরে অনুরূপ কিছু লাল বর্ণের রেশমী চাদর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উপঢৌকন দেয়া হয়। তিনি তা থেকে একটা চাদর উমার রযিয়াল্লাহু আনহু-কে উপহার পাঠান। উমার রযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! আপনি আমাকে এটা পাঠিয়েছেন, অথচ আপনি ইতিপূর্বে এ সম্পর্কে যা বলেছেন তা আমি শুনেছি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমার পরিধানের জন্য এটা আমি তোমাকে দেইনি। অবশ্য আমি এজন্য তোমাকে এটা দিয়েছি যে, তা বিক্রয় করবে অথবা কাউকে পরতে দিবে। অতএব উমার রযিয়াল্লাহু আনহু তার এক বৈপিত্রেয় মুশরিক ভাইকে তা উপহার স্বরূপ দিয়ে দেন (আল আদাবুল মুফরাদ, ৩১, ৭১)। আয়লা নগরীর শাসনকর্তা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য একটি সাদা খচ্চর ও চাদর হাদিয়া দিলেন (ছহীহ বুখারী, ১৪১১)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদী নারীর হাদিয়া গ্রহন করেছিলেন (ছহীহ বুখারী হা/২৪৭৪; ছহীহ মুসিলম হা/২১৯০)।

প্রশ্নকারী : আবু বকর

সাহেব বাজার, বোয়ালিয়া, রাজশাহী।


Magazine