কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : যে ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে গালি দেয় তার বিধান কি? আর তাকে আয়ত্তে আনার আগেই যদি সে তওবা করে, তাহলে তার সেই তওবা গ্রহণ করা হবে কি?

উত্তরনবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে গালি দেয়া হলো বড় কুফরী। কোনো ব্যক্তি যদি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে গালি দেয়, তাহলে সে কুফরী করবে এবং মুরতাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আর আপনি তাদেরকে প্রশ্ন করেন, তাহলে অবশ্যই তারা বলবে, আমরা তো আলাপ-আলোচনা ও খেল-তামাশা করছিলাম। বলুন, তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ ও তার রাসূলকে বিদ্রুপ করছিলে? তোমরা ওজর পেশ করো না, তোমরা তো ঈমান আনার পর কুফরী করেছ (আত-তওবা, ৯/৬৫-৬৬)। যে ব্যক্তি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে গালি দিবে, তাকে হত্যা করতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘ব ইবনুল আশরাফকে হত্যা করার আদেশ দিয়েছিলেন। কারণ সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছিল (ছহীহ বুখারী, হা/৪০৩৭; ছহীহ মুসলিম, হা/১৮০১)। কোনো মুসলিম যদি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে গালি দেয়, তারপর তা থেকে ফিরে আসলেও তার থেকে হত্যা মাফ হবে না। কেননা এটি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হক্ব। তিনি যতক্ষণ না মাফ করবেন, ততক্ষণ এটি মাফ হবে না। আর যেহেতু এখন আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই, তাই এমন ব্যক্তিকে হত্যা করতে হবে (আছ ছরিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ইবনু তায়মিয়্যাহ, পৃ. ৫৫০-৫৫৪)। তবে হত্যা করাসহ অন্যান্য সকল দণ্ডবিধি কার্যকর করবে সরকার।

প্রশ্নকারী : আহমাদুল্লাহ

রাজশাহী।


Magazine