কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : জনৈক ব্যক্তি স্ত্রীর মোহরের টাকার বিনিময়ে সমপরিমাণ জমি লিখে দিয়েছেন। এখন উক্ত জমি কে আবাদ করবে এবং তার ফসল কে ভোগ করবে?

উত্তর : স্ত্রী তার মোহর থেকে যদি স্বামীকে প্রদান করে তাহলে উভয় মিলে মিশে তা ভোগ করতে পারে। রাগারাগি করলে পরিবারে অশান্তি সৃষ্টি হবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তোমারা নারীদেরকে তাদের মোহর স্বতঃস্পূর্ত হয়ে প্রদান করবে, সন্তুষ্ট চিত্তে তারা মোহরের কিয়দাংশ ছেড়ে দিলে তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করবে’ (সূরা আন-নিসা, ৪)।

প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম

পত্নীতলা, নওগাঁ।


Magazine