উত্তর: পায়ের উপর পা তুলে বসাতে শারঈ কোনো নিষেধাজ্ঞা নেই। আব্বাদ ইবনু তামীম রাহিমাহুল্লাহতার চাচা হতে বর্ণনা করেন, তার চাচা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মসজিদে চিত হয়ে এক পায়ের উপর আরেক পা রেখে শুয়ে থাকতে দেখেছেন। ইবনু শিহাব রাহিমাহুল্লাহসাঈদ ইবনু মুছায়্যিব রাহিমাহুল্লাহহতে বর্ণনা করেন যে, উমার ও উছমান রাযিয়াল্লাহু আনহুমা এমন করতেন (ছহীহ বুখারী, হা/৪৭৫)। তবে এক্ষেত্রে লক্ষণীয় হলো, বড়দের সম্মানার্থে তাদের সামনে এভাবে বসা উচিত নয় আর কারো সামনে এভাবে বসাতে অহংকার বা তাচ্ছিল্যের ভঙ্গি যেন না থাকে।
প্রশ্নকারী : ইলিয়াস শেখ
ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা।