কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : মসজিদের সামনে কবর। কিন্তু উভয়ের মাঝে কোনো প্রাচীর নেই। এখন করণীয় কী?

উত্তর : এমতাবস্থায় উভয়ের মাঝে প্রাচীর দিয়ে কবরস্থানকে মসজিদ থেকে আলাদা করতে হবে। কেননা মসজিদের সামনে কবর থাকলে ছালাত পড়া যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা কবরের উপরে বসো না এবং সেখানে ছালাত আদয় করো না (ছহীহ মুসলিম, হা/৯৭২; মিশকাত, হা/১৬৯৮)। এমনকি পাশে কবর থাকলেও ছালাত হবে না (মুসনাদে বাযযার, হা/৪৪১, ৪৪২; আহকামুল জানায়িয, হা/২৭০)। উল্লেখ্য যে, মসজিদের সামনের কবর যদি মসজিদের পরে হয় তাহলে তা উঠিয়ে কবরস্থানে বা অন্য কোথাও স্থানান্তর করতে হবে (ফাতাওয়া নূরে আলাদ্দারব লি ইবনি উছায়মীন, ইজতিনাবুন নাজাসাত, ১৭/১২৯)। আর না হলে মসজিদ ও কবরের মাঝখানে প্রাচীর দিয়ে কবর ও মসজিদের মধ্যে ব্যবধান করলে তাতে ছালাত আদায় করা যাবে (ফাতাওয়া আল-মুনাজ্জিদ, পৃ. ৩)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-আমীন

 বাগমারা, রাজশাহী।


Magazine