কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : একটি লোক সে আগে অমুসলিম ছিল, বর্তমানে সে পাগল। কিন্তু তাকে সালাম দিলে সে উত্তর দেয়। তাহলে কি তাকে সালাম দেওয়া যাবে?

উত্তর: যেহেতু লোকটি সুস্থ অবস্থায় অমুসলিম ছিল সেহেতু সে বিধানগতভাবে অমুসলিম। আর অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। আর পাগলকেও সালাম দেওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা মস্তিষ্ক বিকৃতির কারণে সে কী উত্তর দিবে তা জানা ও বুঝা অসম্ভব। আর এমন ব্যক্তি থেকে শরীআতের হুকুম-আহকাম তুলে নেওয়া হয়েছে। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে- ‘ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, নাবালেগ, যতক্ষণ না সে বালেগ হয় এবং পাগল, যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায় বা সুস্থ হয়’ (মুসনাদে আহমাদ, হা/২৪৬৯৪; ছহীহ উবনু খুযায়মা, হা/১০০৩)।

প্রশ্নকারী : শেখ বায়েজিদ হোসেন

মোড়েলগঞ্জ, বাগেরহাট।

 

Magazine