কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : জাত উন্নয়নের জন্য গরু, ছাগল এরকৃত্রিম প্রজনন কি জায়েজ ?

উত্তর : জাত উন্নয়নের জন্য গরু, ছাগল এর কৃত্রিম প্রজনন করা জায়েয। পুরুষ ছাগলের বীর্য মাদি ছাগলের যৌনাঙ্গে প্রবেশ করাকে কৃত্তিম প্রজনন বলে। এটা করা হয় মাল বা গরু, ছাগল বেশী করা এবং জাত উন্নয়নের জন্য। আর এতে ইসলামে কোনো বাধা নাই। ইসলামী বিধানগুলো মানুষ ও জিনের জন্য, সেখানে পশু-প্রাণি আসবে না। আল্লাহ তাআলা বলেন, এভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তোমরা চিন্তা কর’ (আল-বাকারা, ২/২১৯)। সুতরাং তাদের জাত উন্নয়নে যেকোনো পন্থা অবলম্বন করা যায়।

প্রশ্নকারী : জয়নুল আবেদীন

গাইবান্ধা।


Magazine