কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : অমুসলিম ব্যক্তি মুসলিম হওয়ার পূর্বে যেসকল ভালো কাজ করেছে পরকালে কিসে তার নেকী পাবে?

উত্তর : অমুসলিম অবস্থায় কেউ যদি দান-খয়রাত, দাস মুক্তকরণ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাসহ সামাজিক কোনো সৎকর্ম করে, তাহলে ইসলাম গ্রহণ করার পর তার নেকী সে পাবে। উরওয়া ইবনুয যুবায়র বলেন, হাকীম ইবনু হেযাম রযিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল! আমি জাহিলী যুগে যে সকল ভালো কাজ করেছিলাম যেমন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, দাস আযাদ করা এবং দান-ছাদাক্বা করা- এ সবের ব্যাপারে আপনার কী মনে হয়? আমি কি এগুলোর ছওয়াব পাব? তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘পূর্বে তুমি যে সকল সৎকর্ম করেছ, তার সবকিছু নিয়েই তুমি ইসলাম গ্রহণ করেছ’ (ছহীহ বুখারী, হা/২২২০; ছহীহ মুসলিম, হা/১২৩)। অন্য বর্ণনায় আছে, জাহিলী যুগে তিনি ১০০ জন দাস আযাদ করেছিলেন এবং ১০০ লোককে ব্যবহারের জন্য বাহন দান করেছিলেন (ছহীহ বুখারী, হা/২৫৩৮)।

প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম

 জোতপাড়া, ঠাকুরগাঁও। 

Magazine