কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭): সকল কাজের শুরুতে বিসমিল্লাহ ও তার সাথে দরূদে ইবরাহীম পড়া যাবে কি?

উত্তর: সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করলে বিসমিল্লাহ বলতেন। যেমন- পশু যবেহ করা, স্ত্রী সহবাস করা, পেশাব-পায়খানায় প্রবেশ করা ইত্যাদি। বিভিন্ন হাদীছের দিকে লক্ষ্য রেখেই ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, সর্বাবস্থায় বিসমিল্লাহ বলা এমনকি সহবাসের সময়েও (ছহীহ বুখারী, হা/১৪১)। আর সবকাজের শুরুতে নির্দিষ্টভাবে দরূদে ইবরাহীম পড়ার কোনো দলীল নেই। তবে যেকোনো সময় দরূদে ইবরাহীম পড়া যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি দশটি রহমত বর্ষণ করবেন’ (ছহীহ মুসলিম, হা/৪০৮)।

 প্রশ্নকারী: তুষার মোল্লা

গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।


Magazine