উত্তর : স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বাবার টাকায় লেখাপড়া করবে এবং খাবে। কেননা এ টাকা বাবার জন্য হারাম ছেলের জন্য হালাল। আনাস ইবনু মালেক বলেন, বারীরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কিছু গোশত দিলেন যা তাকে ছাদাক্বা দেয়া হয়েছিল। তখন তিনি বললেন, ‘এটা তার জন্য ছাদাক্বা আর আমার জন্য হাদিয়া’ (ছহীহ বুখারী, হা/২৫৭৭; ছহীহ মুসলিম, হা/২৫৩৬)। অর্থাৎ স্থান পরিবর্তন হলে হুকুম পরিবর্তন হয়। আর বাবা যে পথেই ইনকাম করুক না কেন তার দায় তার উপরই বর্তাবে। পরিবাবের অন্য সদস্যদের উপর বর্তাবে না। মহান আল্লাহ বলেন, ‘কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না’ (আনআম, ৬/১৬৪)। তবে ছেলের কর্তব্য হলো পিতাকে উপদেশ দেওয়া। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পরস্পর সৎ ও তাক্বওয়ার কাজে সহযোগিতা করো; পাপ ও শত্রুতার কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।
প্রশ্নকারী : রিয়াজ আহম্মেদ
সিরাজগঞ্জ।