কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): আমার মা কিছুদিন আগে একটা হাদীছের প্রতি লক্ষ্য রেখে আমাকে জিজ্ঞেস করেছিল যে, যদি প্রতি ১০০০ মানুষের মধ্যে ১ জন মানুষ জান্নাতে যায়; তাহলে আল্লাহ কাদের তওবা কবুল করল? আমি এ্র প্রশ্নের উত্তর জানতে চাই।

উত্তর: ১০০০ জনের মাঝে ৯৯৯ জন হবে ইয়াজুজ মা‘জুজ থেকে আর একজন হবে মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উম্মতের মাঝ থেকে। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী‎ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মহান আল্লাহ ডাকবেন, হে আদম! তখন তিনি জবাব দিবেন, আমার সৌভাগ্য, আমি হাযির এবং সকল কল্যাণ আপনার হতেই। তখন আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে বের করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, জাহান্নামী কারা? আল্লাহ বলবেন, প্রতি হাজারে ৯৯৯ জন। আল্লাহ বলেন, ‘সেদিন তুমি দেখবে প্রতিটি দুগ্ধদায়িনী ভুলে যাবে তার দুগ্ধপোষ্য শিশুকে আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে, আর মানুষকে দেখবে মাতাল, যদিও তারা প্রকৃতপক্ষে মাতাল নয়; কিন্তু আল্লাহর শাস্তি বড়ই কঠিন (যার কারণে তাদের ঐ অবস্থা ঘটবে) (আল-হজ্জ, ২২/২)। ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাদের মধ্যে সেই একজন কে? তিনি বললেন, ‘তোমরা সুসংবাদ গ্রহন করো। কেননা তোমাদের মধ্যে হতে একজন আর এক হাজারের অবশিষ্ট ইয়াজুজ-মা‘জুজ হবে’। অতঃপর তিনি বললেন, ‘যাঁর হাতে আমার প্রাণ, তাঁর কসম! আমি আশা করি, তোমরা সমস্ত জান্নাতবাসীর এক-তৃতীয়াংশ হবে’। (আবূ সাঈদ রাযিয়াল্লাহু আনহু বলেন) আমরা এ সংবাদ শুনে আবার আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। তিনি আবার বললেন, ‘আমি আশা করি তোমরা সমস্ত জান্নাতীদের অর্ধেক হবে’। এ কথা শুনে আমরা আবারও আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। তিনি বললেন, ‘তোমরা তো অন্যান্য মানুষের তুলনায় এমন, যেমন সাদা ষাঁড়ের দেহে কয়েকটি কাল পশম অথবা কালো ষাঁড়ের শরীরে কয়েকটি সাদা পশম’ (ছহীহ বুখারী, হা/৩৩৪৮)।

প্রশ্নকারী : বাপ্পি হোসেন

দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।


Magazine