কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : সহবাস করার সময় শরীরে যে কাপড় থাকে সেই কাপড় পরে কি ছালাত আদায় করা যাবে?

উত্তর : হ্যাঁ, সহবাসকালীন শরীরে থাকা পোশাক পরে ছালাত আদায় করা যাবে। সহবাসে কেবল গোসল করা ফরয হলেও কাপড় ধোয়া ফরয নয়। কেননা সহবাসের কারণে কাপড় নাপাক হয় না। এমনকি কাপড়ে বীর্য লেগে গেলেও কাপড় নাপাক হয় না। বরং কাপড়ে বীর্য লেগে গেলে উক্ত স্থান ধুয়ে বা ঘষে বীর্য তুলে ফেলবে এবং তাতেই ছালাত আদায় করা যাবে। কারণ সাধারণভাবে বীর্য নাপাক নয়। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, বীর্য দেখলে কেবলমাত্র সে স্থানটি ধুয়ে ফেলবে। আর না দেখা গেলে স্থানটিতে কেবল পানি ছিটিয়ে দিবে। কেননা আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাপড় থেকে শুকনো বীর্য ঘষা দিয়ে তুলে ফেলেছি এবং তিনি সেই কাপড়েই ছালাত আদায় করেছেন (মুসলিম, হা/২৮৮)। যদি তা অপবিত্র হতো, তাহলে ধুয়ে ফেলা আবশ্যক হতো (মাজমূউ ফাতাওয়া, ইবনু তায়মিয়্যাহ, ২১/৬০৪-৬০৫)

প্রশ্নকারী : আব্দুল কাইয়্যুম

নীলফামারী।



Magazine