কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : অন্য মানুষকে ভুল করে লাথি লেগে গেলে করণীয় কী?

উত্তরঅসতর্কতা কিংবা ভুলবসত কোনো ব্যক্তির শরীরে লাথি লেগে গেলে করনীয় কিছু নেই। তবে, সামাজিকভাবে তার কাছে দুঃখ প্রকাশ করতে পারে। আর কুরআন, হাদীছ, ধর্মীয় ও সাধারণ কোন গ্রন্থে পা লাগলে তাতে সালাম কিংবা চুমু খাওয়ার শারঈ কোন ভিত্তি নেই। সেক্ষেত্রে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কেননা কুরআন ও হাদীছের ক্ষেত্রে সতকর্তা অবলম্বন করা জরুরি। তাকে পৃথক স্থানে রাখতে হবে। অসর্তকতার কারণে এমনটি হলে তা কুরআনকে অবমূল্যায়নের শামিল। তবে, ‌إِنَّا ‌لِلَّهِ ‌وَإِنَّا ‌إِلَيْهِ رَاجِعُونَ বলা যায়। কেননা যেকোনো মছীবতে এটি বলা যায় (আল-বাক্বারা, ১৫৬; বুখারী, অধ্যায়-৪১)।

প্রশ্নকারী : মোহাম্মদ রাহুল ইসলাম

দুর্গাপুর রাজশাহী।


Magazine