কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): হাদীছে এসেছে, শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা গেলে, সে মা-বাবাকে জান্নাতে নিয়ে যাবে। বাচ্চা পেটে আসার পর কত মাস বয়সে সে বাচ্চা হিসেবে গণ্য হবে?এখন এক বা দুই মাস পেটে থাকাবস্থায় মারা গেলে সে কি বাচ্চা হিসেবে গণ্য হবে?

উত্তর: মায়ের পেটে বাচ্চার বয়স যদি ৪ (চার) মাস হয়ে যায়, তাহলে সেই বাচ্চা বাবা-মায়ের জন্য সুপারিশ করবে। চার মাস বা ১২০ দিনের আগে বাচ্চা হিসেবে গণ্য হবে না। কেননা চার মাস পর তাতে রূহ দেওয়া হয় এবং তার আমল, রিযিক, আয়ু ও ভালো-মন্দ লিপিবদ্ধ করা হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান নিজ নিজ মায়ের পেটে চল্লিশ দিন পর্যন্ত বীর্যরূপে অবস্থান করে, অতঃপর তা জমাটবাঁধা রক্তে পরিণত হয়। ঐভাবে চল্লিশ দিন অবস্থান করে’ (ছহীহ বুখারী, হা/৩২০৮; ছহীহ মুসলিম, হা/২৬৪৩)। হাদীছের আলোকে বুঝা যায়, চার মাসের আগে তা শুধু গোশতের টুকরা হিসেবে গণ্য হবে; বাচ্চা হিসেবে নয়। মুআয ইবনু জাবাল রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! গর্ভপাত হওয়া সন্তানের মাতা তাতে ছওয়াব আশা করলে, ঐ সন্তান তার নাভিরজ্জু দ্বারা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে’ (ইবনে মাজাহ, হা/১৬০৯)।

প্রশ্নকারী : মোসা. রহিমা খাতুন

আমনুরা, চাঁপাই নবাবগঞ্জ।


Magazine