কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : আমার বয়স ছাব্বিশ বছর। এখনই আমার চুল পেকে গেছে। আমার একটা প্রশ্ন হলো, আমি কি আমার চুল কালো করতে পারি?

উত্তর: না, চুল কালো করা যাবে না। কেননা কালো খেযাব ব্যবহার করা নিষিদ্ধ। জাবের রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা সাদা চুল কালো করা থেকে বেঁচে থাকো’ (ছহীহ মুসলিম, হা/২১০২, মিশকাত, হা/৪৪২৪)। তিনি আরো বলেছেন, ‘শেষ যামানায় এমন কিছু লোক হবে যারা কবুতরের বুকের ন্যায় কালো রঙের খেযাব দিয়ে চুল কালো করবে। তারা জান্নাতের সুগন্ধিও পাবে না’ (আবূ দাঊদ, হা/৪২১২; নাসাঈ, হা/৫০৭৫; মিশকাত, হা/৪৪৫২)। এমতাবস্থায় মেহেদী দিয়ে খিযাব করবে (তিরমিযী, হা/১৭৫৩)।

প্রশ্নকারী  :  মো. রুমন ইসলাম

বরিশাল।


Magazine